৩ নাম্বার পজিশনে সাকিব আল হাসানের সফলতা নিয়ে এবিডি ভিলিয়ার্স যা বল্লেন।
৩ নাম্বার পজিশনে সাকিব আল হাসান সফল হওয়া নিয়ে ক্রিকফ্রেঞ্জির লাইভ আড্ডাই এবিডি ভিলিয়ার্স বলেন,
‘আমি মোটেই অবাক হইনি সাকিবকে তিন নম্বরে সেরা খেলাটা খেলতে দেখে। সে চাপের মুখে খেলেছে, তাঁর স্কিল রয়েছে এবং আমি অনেক খুশি হয়েছি যে সে এই সুযোগটি পেয়েছে।
আপনি অবশ্য টেস্ট ফরম্যাটে দেখবেন যে সে কত কম রান দিল কিংবা কত ওভার করলো, তিন নম্বরে ব্যাটিং করতে পারবে কিনা, ৪০ ওভার বোলিং করতে পারবে কিনা।
তবে এগুলো অন্য বিষয়।সে যেভাবে অস্বাচ্ছন্দ্যের জায়গায় খেলেছে এবং ভালো করেছে সেটা আমার কাছে দারুণ লেগেছে।’