আইপিএলে না খেলার ব্যাপারে মুখ খুলেছেন রায়না
গত ২৯ আগস্ট ব্যক্তিগত কারন দেখিয়ে হঠাৎ করে আইপিএলের এবারের আসর না খেলার সিন্ধান্ত নিয়ে দেশে ফিরে আসেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার সুরেশ রায়না।
এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে,অনেকেই মানতে পারেনি তার এইভাবে ফিরে আসা।
আজ নিজের টুইটারে ফিরে আসার আসল কারন বলেন সুরেশ রায়না।পরিবারের সাথে ঘটে যাওয়া ট্রাজেডি তার আসল কারন।পাঞ্জাবে তার বাড়িতে কে বা কারা হামলা করে।
তার চাচা কে হত্যা করে চাচী সহ তাদের দুই সন্তানকে মারাত্মক আহত করে,গতকাল সেই দুই সান্তানের একজন মারা যান।
সুরেশ রায়না তার আরেকটি টুইটারে লিখেন আমি পাঞ্জাব পুলিশ কে অনুরোধ করেছি এর তদন্ত করার জন্য,জানতে চাই কে বা কারা এই জঘন্য কাজ করলো।